বিডি ঢাকা ডেস্ক
বিএনপি সবসময় মানুষের সেবা, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।
বৃহস্পতিবার দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক শাহজাহান আরো বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে এদেশের মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন দেশ ও দেশের মানুষের সেবা ও উন্নয়নের রাজনীতি করেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন ঠিক তেমনি তাদের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবসময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষে কাজ করে চলেছেন।
এসময় তিনি উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে শারদীয় দুর্গোৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন, সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম এবং পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।