বিডি ঢাকা ডট কম নিউজঃ ১। বিএসবি তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক রাত ০৪৩০ ঘটিকায় আজমতপুর
বিওপির নায়েব সুবেদার ধীরেন্দ্র নাথ এর এর নেতৃত্বে টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার সীমান্ত পিলার ১৮২ মেইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর
বাগিচাপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০২ টি মোবাইল ফোন (সীম কার্ডসহ),
০১টি হাসুয়া এবং ০১টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়। আটককৃত মোবাইল ফোন (সীম
কার্ডসহ), হাসুয়া এবং মোটর সাইকেল এর সিজার মূল্য-১,২৩,৪০০/- (এক লক্ষ তেইশ হাজার চারশত) টাকা।
আটককৃত মোবাইল ফোন (সীম কার্ডসহ), হাসুয়া এবং মোটর সাইকেল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণ প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ২০০৫ ঘটিকায় সোনামসজিদ
বিওপির হাবিলদার মোঃ আব্দুর রহমিন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তোহাখানা আমবাগান নামক
স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৫০ গ্রাম হেরোইন এবং ১০ বোতল ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়। আটককৃত হেরোইন এবং ফেন্সিডিল এর সিজার মূল্য- ৭,০৪,০০০/- (সাত লক্ষ চার
হাজার) টাকা। আটককৃত হেরোইন এবং ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ
প্রক্রিয়াধীন।
৩। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।