বিডি ঢাকা ডট কম নিউজঃ ১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক রাত ০০১০ ঘটিকায় কামালপুর
বিওপির নায়েব সুবেদার মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাড়িগাছা গ্রাম নামক
স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮০ লিটার বাংলা মদ তৈরীর উপকরণ আটক করতে সক্ষম
হয়। আটককৃত বাংলা মদ তৈরীর উপকরণ এর সিজার মূল্য-২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা। আটককৃত
বাংলা মদ তৈরীর উপকরণ এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক রাত ০৩৩০ ঘটিকায় তেলকুপি
বিওপির নায়েক মোঃ বদরুদ্দোজা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার
১৮১/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় রিফুজিপাড়া মাঠ
নামক স্থানে ০২ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ০২টি বস্তা
ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া
বস্তা হতে মালিকবিহীন ৫২ বোতল ফেন্সিডিল এবং ৯৪০টি বুপ্রেনরফিনে ইনজেকশন আটক করতে
সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এবং বুপ্রেনরফিনে ইনজেকশন এর সিজার মূল্য-১,৬১,৮০০/- (এক
লক্ষ একষট্টি হাজার আটশত) টাকা। আটককৃত ফেন্সিডিল এবং বুপ্রেনরফিনে ইনজেকশন এর ব্যাপারে
প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
৩। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।