বিডি ঢাকা অনলাইন ডেস্ক: জুয়েল খান:
১। এনএসআই এর তথ্যের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি২০২২ তারিখ আনুমানিক ১৫০০ ঘটিকায়
সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার সীমান্ত পিলার ১৮৬ মেইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ
আইসিপি জিরো পয়েন্ট নামক স্থানে অভিযান পরিচালনা করে (১) মোঃ জাহিদ হাসান (২৭), পিতা-মোঃ
কইফুল ইসলাম (২) মোঃ শামীম ইসলাম (২০), পিতা-মোঃ সেলিম ইসলাম, উভয়ের গ্রাম-হাউস নগর,
ডাকঘর-আড়গাড়াহাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে জাল রেভিনিউ ৩০৮২টি, মূল্য
১,১১,১৪০/ (এক লক্ষ এগার হাজার একশত চল্লিশ) টাকাসহ আটক করতে সক্ষম হয়। অভিযান
পরিচালনাকালে মোঃ দুরুল হুদা (৪০), পিতা- মোঃ জয়নুদ্দিন, গ্রাম-সালামপুর, ডাকঘর-আড়গাড়াহাট, থানা-
শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ পালিয়ে যায়। আটককৃত জাল রেভিনিউ এর আনুমানিক সিজার মূল্য-
১,১১,১৪০/ (এক লক্ষ এগার হাজার একশত চল্লিশ) টাকা। আটককৃত জাল রেভিনিউসহ ধৃত ও পলাতক
আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৪১/২০২২ তারিখ ২৫ জানুয়ারি
২০২২।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।