বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগ এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর হমান। বিশ্ব বসতি দিসের ওপর নির্মিত বিভিন্ন তথ্য সংবলিত ভিডিও চিত্র উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব।
সভায় বক্তারা পরিকল্পিত নগরী গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিভিন্ন পেশার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।