মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় করোনা কালীন সময়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করেছে মহম্মদপুর থানা পুলিশ।
বাংলাদেশ পুলিশের দেশ্যব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মাগুরা পুলিশ সুপারের নির্দেশ এ মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস এর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
“মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” এ স্লোগানকে সামনে নিয়ে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার (২১মার্চ) এই কর্মসূচির অংশ হিসাবে করোনা কালীন সময়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ, হাত ধৌত করণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে উৎসাহিত করণ কর্মসূচী পালন করেছে মহম্মদপুর থানা পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাসসহ থানার অন্যান্য অফিসার ও সদস্যগণ। মহম্মদপুর বাজার শেষে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণে অংশ নেন পুলিশ।
জানা গেছে,বাংলাদেশ পুলিশের দেশ্যব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মাগুরা জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস’র নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
পুলিশ কর্মকর্তারা বলেন, দেশে উল্লেখযোগ্য হারে করোনা আক্রান্ত রুগী সংখ্যা ও মৃতের হার বাড়ছে। এই মহূর্তে আমাদের সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নাই। দেশব্যাপি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।