ময়মনসিংহ সংবাদদাতা : সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনাস্থার কারণে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা মঙ্গলবার (১৪ এপ্রিল) তার সাময়িক বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আরব আলীকে পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। এ আদেশ জনস্বার্থে জারি করা হয় এবং তা অবিলম্বে কার্যকর হবে।’
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুনসুর এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরব আলী এই খবর নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় তিনি প্রজ্ঞাপন বার্তাটি ইমেইলে পেয়েছেন।
প্রজ্ঞাপন বলা হয়, ‘ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ তার কার্যালয়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করছেন। তার বিরুদ্ধে সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনাস্থা প্রস্তাব করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়া তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থাকলে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হতে পারে, যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি ও জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেহেতু জনস্বার্থে তাঁকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।’
প্রজ্ঞাপন আরো বলা হয়, ‘ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’
এ বিষয়ে আব্দুল হাই আকন্দ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কারও সঙ্গে কখনো অশোভন আচরণ করা হয়নি। তাকে ষড়যন্ত্রভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে।