শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

মোহনপুর উপজেলার ধুরইল ইউপি নির্বাচনে তরুণ নেতৃত্ব রনির মনোনয়ন প্রত্যাশা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৪ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে মাঠে নেমেছেন রাজশাহী জেলা সৈনিক লীগের (সাবেক) সাধারণ সম্পাদক,আদর্শিক ও ত্যাগী নেতা জিমি কাটার রনি। স্থানীয় সাংসদের আস্থভাজন ও বিশস্ত নেতৃত্ব হিসেবে এলাকায় রনির একটা আলাদা পরিচয় রয়েছে। তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। ইতমধ্যে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন মুখের (সম্ভাব্য) প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে এগিয়ে রয়েছে জিমি কাটার রনি। জানা গেছে, ধুরইল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছে জিমি কাটার রনি ও দেলোয়ার হোসেন। তবে স্থানীয়রা জানান, এক সময়ের শিবির নেতা দেলোয়ার হোসেন আওয়ামী লীগে যোগদান করেই অবৈধ পুকুর খনন ও বিল দখলসহ নানা কারণে বির্তকিত হয়ে পড়েছে। এছাড়াও অনুপ্রবেশকারী হিসেবে পরিচিত দেলোয়ারকে আওয়ামী লীগের তৃণমুল কোনো ভাবেই মানবেন না বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিএনপি দলীয় চেয়ারম্যান কাজেম উদ্দিন তদ্বির বানিজ্য, উন্নয়নে ব্যর্থ, নানামুখী অনিয়ম-দুর্নীতির কারণে অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবার অনুপ্রবেশকারী হিসিবে দেলোয়ার হোসেন ব্যাপকভাবে সমালোচিত,ফলে আদর্শিক ও দুর্দীনের ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করে মনোনয়ন দেয়া হলে জিমি কাটার রনির মনোনয়ন নিশ্চিত বলে মনে করছে তৃণমুল। জানা গেছে, চেয়ারম্যান পদে নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক, সামাজিক, পারিবািরক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা ও গ্রহণযোগ্যতা ইত্যাদি প্রয়োজন রনি সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী। এসব বিবেচনায় নির্বাচনের মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় তিনি এগিয়ে রয়েছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণের অভিমত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন দুর্দীনের ত্যাগী, পরীক্ষিত ও তরুণ নেতৃত্ব চাই সেই বিবেচনায় রনি আলোচনায় এগিয়ে রয়েছে। এবিষয়ে জিমি কাটার রনি বলেন, মানুষের সেবা করার উদ্দেশ্য তিনি নির্বাচনের ইচ্ছা প্রকাশ করে প্রত্ততি নিচ্ছেন। এদিকে ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন ও দেলোয়ার হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে এসব অপপ্রচার করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com