বিডি ঢাকা ডেস্ক
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মৎস্যচাষি, জেলে এবং মৎস্যজীবীদের নিয়ে জেলা ও উপজেলার মৎস্যসম্পদের স্থইয়ত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলাশহরের আলীনগরে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক বরুন কুমার মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মোছা. এলিজা খাতুন, পপুলার পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডস্ লিমিটেডের মো. সাদিকুল ইসলাম, আস্থা এগ্রো ইন্ডাস্ট্রিজের মো. রাকিবুল ইসলাম বাবু, নবাব মৎস্য খামারের মো. নাহিদ হোসেন, মেসার্স সহিদুল হ্যাচারির মো. সহিদুল ইসলাম, মেসার্স চাঁপাই এন্টারপ্রাইজের মো. ফারুক আজমসহ মৎস্যচাষি, আড়তদার ও অন্য স্টেকহোল্ডাররা।