বিডি ঢাকা ডেস্ক
বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন বলেছেন, দেশে যতবার অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও আমরা নির্বাচনে জয়লাভ করেছি। তিনি জামায়াতের কড়া সমালোচনা করেন। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরর উপজেলার গোবরাতলা ইউনিয়নে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁপাই গ্রামীণ সেচ প্রকল্প প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
গোবরাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলী, গোবরাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমানসহ অন্যরা।