বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় এই দিনে জেলা ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
গত শনিবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা ইসলামিক ফাউন্ডেশন আলোচনা ও পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করে।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি হজরত মুহাম্মদ (সা.) এর জীবনের বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— ফিল্ড অফিসার এ.বি.এম.জি. কিবরিয়া। তিনি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম তুলে ধরেন।
পরে ক্বিরাত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও ইসলামী জ্ঞান/কুইজ প্রতিযোগিতার ১৫ জনকে পুরস্কার দেয়া হয়।
দোয়া পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মহান রবের প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করে গেছেন শান্তির ধর্ম ইসলামের। নবীজির দেখানো সরল পথ অনুসরণ করে জীবনযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
অন্যদিকে ঈদে মিলাদুন্নবী উদ্যাপন কমিটি ইজিবাইক র্যালির আয়োজন করে। ব্যটারিচালিত ভ্যানগাড়ির ওপর পবিত্র মক্কা শরিফ ও মদিনা শরিফের মসজিদের আদলে তৈরি মসজিদসহ আরবি হরফে লেখা বিভিন্ন ফেস্টুন ও পতাকা নিয়ে র্যালিটি জেলা আইনজীবী সমিতির সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন কমিটির সভাপতি অ্যাডভোকেট আফসার আলী ও সম্পাদক আজিজুল হক বেলাল।
বাবুডাইং আলোর পাঠশালা : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাবুডাইং আলোর পাঠশালা।
এ উপলক্ষে গত শনিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইংয়ে বিদ্যালয়ে ক্বিরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম খাতুন। বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন— জামিয়া সালাফিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতার ২০ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
শেষে দোয়া পরিচালনা করেন মো. আব্দুল কুদ্দুস।