বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান বলেছেন, রহনপুর রেলওয়ে স্টেশনের অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সকল শ্রেণী-পেশার মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে। উন্নয়ন কাজ যেন কোনোক্রমেই বাধাগ্রস্ত না হয়।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন কর্মকা- নিয়ে আলোচনা ও সহযোগিতা কামনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রবিবার সকালে রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মু. জিয়াউর রহমান এমপি প্রধান অতিথির বক্তৃতা করেন।
রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ব্যানারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক নাজমুল হুদা খাঁন রুবেল। সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আসাদুল্লাহ আহমদ ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দি ও আব্দুল মজিদ, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ্, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা খাতুন, রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম, রহনপুর পৌরসভার কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক, নারী নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, রহনপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ছাউনি, ওভারব্রিজের ওপর ছাউনি, ভিআইপি বিশ্রামাগার, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, রেলওয়ে মার্কেট, নতুন চারটি রেললাইনের ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ব্যস্তবায়ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।