মোঃ হারুন অর রশিদ : রাজশাহীতে বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে।নিহতরা হলো নগরীর হোসনীগঞ্জ এলাকার,আইনুল হকের ছেলে ফাইসাল(২৫),জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে,সজল(২৫),নগরীর বাকীর মোড় এলাকার উত্তমের ছেলে,সাগর(২৫),নগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে,তুহিন (২৬) এবং নগরীর কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের ছেলে,মুন আহমেদ (১৮)।জানা গেছে,ইংরেজি নববর্ষ উপলক্ষে নগরীর হোসনীগঞ্জ এলাকায় বেশ কিছু যুবক মদ পান করে।রাতে এক পর্যায়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়লে পর্যায়ক্রমে তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।এদের মধ্যে ৩ জন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এছাড়া বিকেলে ১ জন ও রাতে একজন মারা যায়।রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা.সাইফুল ফেরদৌস বলেন,রাত ৯ টা থেকে ১০ টার মধ্যে মদপান করে বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন ভর্তি হয়।এদের মধ্যে ৫ জন মারা যায়।বাকী ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।এরা হলো নগরীর তের খাদিয়া এলাকার ইরফান(২০),হোসনীগঞ্জ এলাকার রবিন শেখ,ডাবতলা এলাকার সম্রাট শাজাহান,বোয়ালিয়া এলাকার মাহফুজ(২৬),মতিহার এলাকার আলমগীর(৩৫),আসাম কলোনী এলাকার আব্দুল আজিজ (২১) ও রবিউল (২৭) ও হেতম খাঁ এলাকার পলক(২২)।নিহতদের লাশের ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মাজহারুল ইসলাম বলেন,কোথা হতে মদ কেনা হয়েছিল তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।