মোঃ হারুন অর রশিদ :রাজশাহী মহানগরীতে বিষাক্ত মদপানে ৬ জন মৃত্যুর ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।রোববার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এরা হলো,নগরীর বোয়ালিয়া থানাধীন সাগর পাড়া এলাকার পবিত্র সিং এর ছেলে পরিমল সিং(৬০),পরিতোষ সিং এর ছেলে বাপ্পা সিং(২৮),হাসেম আলীর ছেলে সাজু(৩০),রাজপাড়া থানাধীন সিপাই পাড়া এলাকার আঃরউফ ওরফে মতিনের ছেলে ইফতেখার হোসেন সুমন (৫০)।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত সহকারী কমিশনার গোলাম কুদ্দুস জানান,বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল মদপানে মৃতের স্বজন ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন রোগীদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করে।পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক আটক করে।এ সময় তাদের কাছ থেকে মদের খালি বোতল,এক বোতল টিউনিং মদ(মিশ্রিত মদ) তৈরির তরল পদার্থ,এক বোতল তেতুলের বিচি,কমলা কালারের ৫০ গ্রাম গুড়ো রং,২৯ টি টিন ও প্লাষ্টিকের কর্ক,১১ টি কর্কের নিব ও ৫০ টি কর্কের প্রটেকশন ও দুই বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।ওই মুখপাত্র আরও বলেন,আলামত গুলির রাসায়নিক পরীক্ষা করা হবে।আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা অতিরিক্ত মুনাফার আশায় বিদেশী মদের সাথে রেক্টিফাইড স্পিরিট সহ অন্যান্য উপকরণ মিশিয়ে মিশ্রিত মদ তৈরি করে থাকে ও ১জানুয়ারী মদপানে মৃত ও অসুস্থ ব্যক্তিদের কাছে মদ বিক্রি করেছিল।এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের হয়েছে।