মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে রাতের ঘুম হারাম করে সারারাত জেগে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করছেন একজন পৌরসভার পরিচ্ছন্নকর্মী হাবিব। সারাদিন শহরের যেসব আবর্জনা পলিথিন, চিপসের প্যাকেট, বাদামের খোসা, কাগজ,সিগারেট খাপ বিভিন্ন বিল্ডিং এর রাবিশ ও বাসার ময়লা আবর্জনা রাস্তার ধারে পরে থাকে সেইগুলো রাতের ঘুম হারাম করে সারারাত ধরে রাস্তায় রাস্তায় ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা ভ্যান গাড়িতে তুলে নিয়ে যান হাবিব। রাত সাড়ে ১২টায় একজন গণমাধ্যমকর্মী অনিক দেওয়ান ডিসি মার্কেট হয়ে মেডিক্যাল মোড় যাচ্ছিলেন ওষুধ নিতে তার চোখে পড়ে পৌরসভার পরিচ্ছন্নকর্মী হাবিবকে।হাবিবকে দেখা যায় এতরাতে রাস্তা ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা জোগাড় করে ভ্যান গাড়িতে ময়লা আবর্জনা তুলে নিয়ে যাচ্ছেন হাবিব। হাবিবকে প্রশ্ন করি আপনি সারারাত ধরে শহরের ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে এভাবে গাড়িতে করে তুলে নিয়ে যান? উত্তরে হাবিব বলেন হ্যাঁ ভাই আমি পৌরসভার পরিচ্ছন্নকর্মী রাতের ঘুম হারাম করে সারারাত জেগে শহরের ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে ভ্যান গাড়িতে তুলে নিয়ে যায় এটাই আমার কর্ম। হাবিব আমাদের আরও জানান,শহরের মধ্যে পলিথিন, চিপসের প্যাকেট, বাদামের খোসা, কাগজ,সিগারেট খাপ বিভিন্ন বিল্ডিং এর রাবিশ ও বাসার ময়লা আবর্জনা ডাস্টবিনে না ফেলে রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখেন বিভিন্ন মানুষজন সেইগুলো কষ্ট করে ঝাড়ু দিয়ে এক জায়গাতে করে ভ্যান গাড়িতে তুলে নিয়ে যায়।শহরবাসী যদি এভাবে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে আবর্জনার রাখেন তাহলে আমাদের এত কষ্ট করতে হবেনা।আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি পাড়া মহল্লায় বিভিন্ন স্থানে ডাস্টবিন রয়েছে আপনারা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন অযথা বাড়ির সামনে রাস্তার ধারে ময়লা আবর্জনা ফেলে শহরকে নোংরা করবেন না।নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলুন শহরকে নোংরা মুক্ত রাখুন।