বিডি ঢাকা ডেস্ক
কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তর থেকে থেমে থেমে গোলাগুলির প্রচণ্ড শব্দ ভেসে আসছে, এতে সীমান্তজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত থেকে গোলাগুলির এই শব্দ শোনা যেতে থাকে। স্থানীয়রা জানান, রাত গভীর হলে শব্দের তীব্রতা আরও বেড়ে যায়।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দীন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সতর্ক অবস্থানে থেকে নজরদারি জোরদার করা হয়েছে।
উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে ধামনখালী, বালুখালী, রহমতের বিল, নলবনিয়া ও আঞ্জুমান পাড়া সীমান্তের ওপার থেকে ভারী গোলাগুলির শব্দ ভেসে আসে।
একই ধরনের পরিস্থিতি দেখা গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তেও। গোলাগুলির আতঙ্কে অনেক স্থানীয় বাসিন্দা রাতেই নিজেদের বাড়িতে নিরাপদে অবস্থান নেন।