সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

রাত পোহালেই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্থগিত হওয়া কেন্দ্রে ভোট

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৮ বার পঠিত

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের স্থগিত হওয়া ৫ ভোট কেন্দ্রে ৭ ফেব্রুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এর আগে ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নে গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলার ভোলাহাট ইউনিয়নের ৬ নং ওর্য়াডের রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন, গোহালবাড়ী ইউনিয়নের ৮ নং ওর্য়াডের খালেআলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দলদলী ইউনিয়নের ১,৩ ও ৪ নং ওর্য়াডের নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় , ময়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাসিনুর ইসলাম বলেন, ২৬ ডিসেম্বর বন্ধ ঘোষিত ভোলাহাট উপজেলার ৫ টি ভোট কেন্দ্রে ৭ ফেব্রুয়ারী সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ১ জন জুডিসিয়াল ও ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।স্থগিত হওয়া ৫ কেন্দ্রে ১৩ হাজার ৩শ ৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com