নিজস্ব প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এক রিটার্নসভা অনুষ্ঠিত হয়। আজ ০৬ই ডিসেম্বর ২০২১ইং রোজ সোমবার সকাল ১১টায় উপজেলা ইউআরসি হলরুমে উক্ত সভায় সভাপতিত্ব করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম। এ উপজেলার সহোদর ও কাদিহাট ক্লাষ্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকাদের নিয়ে এই রিটার্নস সভা অনুষ্ঠিত হয়৷ সভার শুরুতে কোরান তেলোয়াত ও গীতাপাঠ করে প্রাথমিকে মরহুম শিক্ষকদের স্বরনে ১মিঃ নিরবতা পালন করা হয়৷উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম ও ইউআরসি ইন্সট্রাক্টর কেএম আবিদুল হাসান৷এসময় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,ফরিদা ইয়াসমিন,কুশমত আলী, হামিদুর, কামরুজ্জামান,তাহেরা বেগম, রুহুল আমিন,জয়নাল আবেদীন,আঃ মান্নান,আবুল হোসেন ও ইকবাল হোসেন৷ সভায় মুজীববর্ষ পালন ও শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি হাতে নেওয়া হয়৷