ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাত সন্ধ্যা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী রাসুলের (সা.) শানে নাত পরিবেশ করেন। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এ অনুষ্ঠানে রাসুল (সা.) এর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শাহ মুখতার আহমেদ।
তিনি বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মহা নবী রাসুল (সা.) আজকের এই দিনে পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে জন্মগ্রহণ করেন। তিনি আমাদের জন্য একমাত্র অনুকরণীয় ব্যক্তি। উনার সমগ্র জীবনটাকে আমাদের অনুসরণ করতে হবে। রাসুলের মত-পথ ছাড়া নাজাতের কোনো উপায় নেই।
এসময় তিনি রাসুল (সা.) বিপ্লবী জীবনের আদলে নিজেদের জীবনকে সাজাতে সবাইকে আহ্বান জানান।