নিজস্ব সংবাদদাতা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন অবধারিত ছিল কিন্তু দেয়া হয়নি।
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে সাংবাদিক ও বন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
হার্ট এবং কিডনিতে সমস্যা আছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে চিকিৎসকরা কিছুটা উদ্বিগ্ন।
গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন খালেদা জিয়া। ২৪ এপ্রিল রাতে পাওয়া দ্বিতীয় টেস্টের ফলাফলেও তার করোনা পজিটিভ আসে। ৩ মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়।
গত ২৫ এপ্রিলের পরীক্ষায় খালেদা জিয়া করোনা পজিটিভ হলেও তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। এ কারণে তাকে করোনামুক্ত ধরে নিয়েই চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছিল। তার শরীরে করোনা পরবর্তী কিছু জটিলতা দেখা যায়।
পরে ৫ মে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। তবে তার সেই আবেদনে সাড়া মেলেনি।