
বিডি ঢাকা ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজশাহীর দামকুড়া থানার ফ্যাত্তাপাড়া দুব্রামোড় এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ভাবুক এলাকার আছির উদ্দিনের ছেলে আলিম (২০) ও আমনুরা ধীনগর এলাকার মৃত ইকরামুল হোসেনের ছেলে সাবিরুল (৩৭)।
গত শনিবার রাত ৮টায় উপজেলার বড় নারায়ণপুর সউদি মার্কেটের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গোদাগাড়ী উপজেলার বড় নারায়ণপুর সউদি মার্কেটের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ১৫ কেজি গাঁজাসহ মিলন হোসেন, আলিম ও সাবিরুলকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃতদের গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয় বলেও র্যাব জানায়।