
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর শাহাপাড়া এলাকা হতে ৩০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করে র্যাব। গত সোমবার রাত ৯টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মো. মোবারক হোসেন রসদুল (৩২)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একট দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর শাহাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ মোবারক হোসেন রসদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফেনসিডিলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।