মোঃ হারুন অর রশিদঃ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে আড়াই কেজি হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৫,রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল (২৯ ডিসেম্বর ২০২১) তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচওয়া গ্রামস্থ ব্রাক অফিসের সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী হাইওয়ে রোড সংলগ্ন দক্ষিণ পার্শ্বে জনৈক হান্নান ডাক্তারের আম বাগানের ভিতরে অপারেশন পরিচালনা করে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ শ্রী উজ্জল মন্ডল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক ব্যক্তি জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌর এলাকার বাড়ইপাড়া (গুড়িপাড়া) গ্রামের পূর্ণ মন্ডলের ছেলে। অপর অভিযানে, র্যাব-৫,রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল একই তারিখে বিকাল ৫:৫০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পৌর এলাকার ৬নং ওয়ার্ডের রসুলপুর মোড়স্থ জনৈক উজ্জল এর সেলুন দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৪৮৫ গ্রাম হেরোইনসহ মোঃ শামিম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক ব্যক্তি জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কানসাট কলোনী পাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।