নিজস্ব সংবাদদাতা : সিএনজি ফিলিং স্টেশনের নজেল অপারেটর মোঃ রিয়াদ হোসেন (২০) এর শরীরে অকটেন দিয়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টায় তিনজনকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজধানীর শ্যামপুর থানা এলাকার এস আহাম্মেদ ফিলিং ষ্টেশনের স্ট্যাফ রুমে।
এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজন হলো- মাহমুদুল হাসান ইমন (২২), মোঃ ফাহাদ আহাম্মেদ পাভেল (২৮), ও মোঃ শহিদুল ইসলাম রনি (১৮)। গ্রেফতারকৃতরা উক্ত ফিলিং স্টেশনে ভিকটিমের সাথে কর্মরত ছিলেন।
শ্যামপুর থানা সূত্রে এ ঘটনা সম্পর্কে জানা যায়, ভিকটিম গত ০৪ নভেম্বর ২০২০ তারিখ হতে শ্যামপুর থানার ৩৩১/১ জুরাইন মাজার গেইট, এস আহাম্মেদ সিএনজি ফিলিং ষ্টেশনে নজেল অপারেটর হিসাবে চাকুরীতে নিয়োজিত হয়। চাকুরীতে নিয়োগ হওয়ার পর হতেই গ্রেফতারকৃত ফাহাদ ভিকটিমের সাথে অকারনে খারাপ আচরণ করত। এক পর্যায়ে গত ২৪ নভেম্বর ২০২০ তারিখ ভোর রাত্রি অনুমান ০৪.১০ টার দিকে উক্ত ফিলিং ষ্টেশনের স্ট্যাফ রুমে গ্রেফতারকৃত ইমন ও রনি হত্যার উদ্দেশ্যে ভিকটিমের গায়ে অকটেন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। আর এসব কিছুই ফাহাদ এর পূর্ব পরিকল্পনায় ও প্রত্যক্ষ প্ররোচনায় অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
আগুনে ভিকটিমের হাটু হতে গলা পর্যন্ত শরীরের অধিকাংশ পুড়ে গুরুতর জখম হয়। অতঃপর পাম্পের অন্যান্য লোকসহ আশেপাশের লোকজন ভিকটিমকে শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
এ ঘটনায় ভিকটিমের বাবার অভিযোগে ভিত্তিতে শ্যামপুর থানায় মামলা রুজু হয়। ৫ দিনের রিমান্ডের আবেদন করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।