বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
এসময় জেলা প্রশাসক বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সাল নাগাদ দেশকে তামাকমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন, সেই নির্দেশনা বা ঘোষণা বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করতে হবে। তামাকের নেতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের কোথাও প্রচার করে তামাকজাতীয় পণ্য বিক্রি করা যাবে না। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকজাতীয় কোনো পণ্য বিক্রি হতে দেয়া হবে না। এ ব্যাপারে প্রশাসন কঠোরভাবে অভিযান পরিচালনা করবে। জেলায় তামাকজাতীয় পণ্যের ব্যবহার রোধে মোটর শ্রমিক, কৃষি শ্রমিকসহ অন্যান্য পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার।
জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক। প্রশিক্ষণে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নূরুজ্জামানসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর প্রধান, প্রতিনিধি ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অন্য বক্তারা তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে তামাকবিরোধী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। বক্তারা বলেন- নতুন প্রজন্মকে তামাক থেকে বিরত রাখা গেলে অদূর ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে। তামাক গ্রহণের ফলে স্বাস্থ্যঝুঁকির কথাও তুলে ধরা হয় প্রশিক্ষণে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে।