বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিজিটাল ম্যাংগো মার্কেটিং বিষয়ে উদ্যোক্তাদের নিয়ে মঙ্গলবার (২৩ মে ২০২৩) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তাবৃন্দ।
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এই বছর থেকে সম্পূর্ণ নিরাপদ ও বিশুদ্ধ আম অনলাইনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে সরবরাহের জন্য এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আওতায় উপজেলার ৩০জন উদ্যোক্তাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি এ সকল উদ্যোক্তাদের তথ্য উপজেলা সরকারি ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হবে।
সভায় অনলাইনে আম বাজারজাত করণের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমের গ্রেড ও গুণগতমান ঠিক রেখে অনলাইনে মার্কেটিং, প্যাকেজিং, ডেলিভারি ইত্যাদি বিষয়ে উদ্যোক্তাদের দিকনির্দেশনা দেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।