বিডি ঢাকা ডট কম নিউজঃ শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে রালি. আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি রালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, শিবগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কান্ঞ্চন কুমার দাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জি. আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সহ অন্যরা। শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র শিশুরা বাঙালি সাজে রেলিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্তর করে তোলে।