মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
র‌্যাবের অভিযানে শিবগঞ্জে জব্দ ফেনসিডিল গ্রেপ্তার ১ শিবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত র‌্যাবের অভিযানে গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩ পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত সমালোচনা হচ্ছে একটি শিল্প : গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জব্দ ভারতীয় মদ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা

শিবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা এই মেলার আয়োজন করেছে।
মেলার উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী বলেন, নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগানো এবং উদ্যোক্তা-ভোক্তার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “নারী উদ্যোক্তাদের বিকাশ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামীণ পর্যায়ে নারীরা এখন স্বাবলম্বী হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এই ধরনের মেলার মাধ্যমে তারা আরো আত্মবিশ্বাসী হবে এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে।”
চাঁপাইনবাবগঞ্জসহ আশেপাশের বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এই মেলায়। মেলায় ৫০টি স্টলে প্রদর্শিত ও বিক্রি হচ্ছে নানান ধরনের তৈরি পোশাক, গার্মেন্টস সামগ্রী, ঐতিহ্যবাহী নকশিকাঁথা, হস্তশিল্প, প্রসাধনীসহ অন্যান্য পণ্য।
এদিকে, মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছাড়াও দর্শনার্থীদের জন্য বসার জায়গা, বিশুদ্ধ পানীয় জল ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী দিনে মেলায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য দেখতে ও কেনাকাটা করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে মেলা প্রাঙ্গণে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আকতার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ অন্যরা।
মেলা সাধারণ মানুষের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকছে। মেলা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com