বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে গত শনিবার সকালে এই উৎসব শুরু হয়।
সমকাল সুহৃদ সমাবেশের চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।
প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিষ্ঠানগুলো হলো— শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, কানসাট হামিদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, বিনোদপুর উচ্চ বিদ্যালয়, রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, মোবারকপুর উচ্চ বিদ্যালয় এবং সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়; গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চৌডালা দাখিল মাদ্রাসা ও রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়; সদর উপজেলার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলকুঁড়ি ইসলামী একাডেমি ও গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মো. রেজাউল করিম, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন— বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের সভাপতি আকিব হোসাইন, একই ফোরামের বির্তাকিক নাজমুল আকতার আকাশ এবং সাবেক সভাপতি মাহদি হাসান মাহিন।
চুড়ান্ত প্রতিযোগিতায় ৭৫ নম্বরের মধ্যে ৬৮ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মাত্র ২ নম্বর কম পেয়ে রানারআপ হয়েছে আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. মোবাশ্বেরা সুলতানা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী, রানারআপ ও সেরা বক্তাকে ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়া অংশগ্রহণকারী সকল বিতার্কিকে সনদপত্র দেয়া হয়।
এছাড়াও সারা বছর বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য গোমস্তাপুর উপজেলা পর্যায়ে সুহৃদ মুরশেদুল হাসান সাগর, শিবগঞ্জ উপজেলা পর্যায়ে সুহৃদ সাইমুম সাদাব এবং সদর উপজেলা পর্যায়ে সুহৃদ ও নারী উদ্যোক্তা শামিমা সুলতানাকে শ্রেষ্ঠ সুহৃদ সম্মামনা স্মারক দেয়া হয়। সম্মামনা স্মারক দেয়া হয় জেলার দুই উপদেষ্টা এনামুল হক তুফান ও অ্যাডভোকেট আনন্দ রায় চৌধুরীকেও
সমকালের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের জেলা কমিটির প্রধান সমন্বয়কারী এ কে এস রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা এবং প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন সুহৃদ সমাবেশ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মুরশিদুল হাসান সাগর।