বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের কাছে আমন জমিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ব্যক্তির নাম কবির মিয়া (৪০)। তিনি সোনাপুর গ্রামে নূর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিকন্দর মিয়ার ছেলে তেরা মিয়া ও নূর আলী ছেলে কবির মিয়া মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েক দিন আগে গ্রামবাসী সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছিলেন। কিন্তু বুধবার সকালে সেই জমির দখল নিয়ে আবার দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়। গুরুতর আহত কবির মিয়াকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সোনাপুর গ্রামের বাসিন্দা পান্ডারগাঁও ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ৩০ থেকে ৩৫ বছর আগে তেরা মিয়ার বাবা কবির মিয়ার বাবা নূর আলীর কাছে সাড়ে ৫ শতক জমি বিক্রি করেছিল। এ জমিটুকু তাদের দখলেও আছে। গত কয়েক বছর আগে ওই জমির পাশ দিয়ে সরকারি রাস্তা নির্মাণ করা হয়। এখন কবির মিয়া তাদের জমি রাস্তার নিচে চলে গেছে দাবি করে তেরা মিয়ার আরও জমি দখল করতে চায়। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে এবং বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছিল। কিন্তু আজ সকালে আবারও এ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, জমির বিরোধ নিয়ে সোনাপুর গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামের পরিস্থিতি শান্ত আছে।