ফয়সাল আজম অপু :বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ সিএন্ডএফ’র নতুন কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের মিলনায়তনে সিএন্ডএফ’র সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, মো. আব্দুল মতিন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফুল আলম আশরাফ। সিএন্ডএফ’র উপদেষ্টা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, জেলা পরিষদের সদস্য মোস্তাকুল আলম পিন্টু, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসা. শাহিদা আক্তার রেখা, সিএন্ডএফ’র সাধারণ সম্পাদক শফিউর রহমান টানুসহ সিএন্ডএফ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। নতুন ভাবে দ্বায়িত্ব প্রাপ্ত কমিটির সভাপতি হারুন অর রশিদ জানান, সদ্য গঠিত সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কমিটির নির্বাচন যথাযথ প্রক্রিয়া অনুসরন না করে করার কারনে, শ্রম অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে পূর্বের (১৬-১৭-১৮ সালের) হারুন অর রশিদ ও শফিকুল ইসলাম টানু কমিটি কে দ্বায়িত্ব পালন করতে বলেন। ও করোনা পরিস্থিতি স্থিতিশীল হলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এসোসিয়েশনের কার্যক্রম চালানোর নির্দেশনার আলোকে এসোসিয়েশনের দ্বায়িত্ব গ্রহণ করেন। আগামীতে এই স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আরো বেগবান হবে বলে জানান নতুন কমিটির সভাপতি হারুন অর রশীদ। এছাড়া আলোচনা সভায় উপস্থিত স্থানীয় এমপি ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও আব্দুল মতিন স্থলবন্দরটিকে সুন্দর ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এমন কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।