বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে আলোচনা, কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল। সঞ্চালনা করেন সদস্য সচিব বাবর আলীম রুমন।
বক্তব্য দেন— জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়কিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম জসি ও ফরিদ আহমেদ ফিরোজ, তন্ময় আহমেদ, এটিএম ফজলে রাব্বী, মেহেদি হাসান ইমন, দুরুল হোদা, সাদমান সাকিব লিপুসহ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা ও চার পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মাহবুব হোসেন, বারিকুল ইসলাম বাবু, জুয়ায়ের আলম সিহাবসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আন্দোলন সংগ্রামে সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগরিফরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং শেষে শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি নবাবগঞ্জ ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এইসব কর্মসূচির আয়োজন করে।