অনলাইন নিউজ : ভোটাররা ভোট দিতে বাধা পেলে নির্বাচন কমিশন তাদের সঙ্গে থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু তার আগে বাধাবিপত্তির সম্মুখীন হতেও পারেন, নাও হতে পারেন। যদি বাধার মুখোমুখি হন তাহলে কমিশনের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি আছে এবং থাকতে হবে যে আমরা তাদের পাশে দাঁড়াব। যাতে করে তারা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এসব কথা বলেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, ‘মুজিববর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার। এটা কিন্তু বুলি নয়, কমিশন এটা অঙ্গিকার করে ফেলেছে।’
‘কোনো অঙ্গিকার করতে নেই। আর যদি অঙ্গিকার করতে হয়, তাহলে আগে সেটি হৃদয়ে ধারণ করতে হবে, পালন করতে হবে। তা না হলে কিন্তু আমরা মিথ্যাচার করব। চেষ্টা অন্তত করতে হবে, সফল নাও হতে পারি। কিন্তু গণমানুষের ভোটাধিকার বাস্তবায়নে আমাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে, সেটি আমাদের পালন করতে হবে।’
ভোট না দিলে কিছু দেশে শাস্তির বিধান থাকার জানিয়ে সিইসি বলেন, ‘আমি দেখেছি তাদেরকে চার-পাঁচশ ডলার জরিমানা করা হয়েছে, জরিমানা দিয়েছেও। আমাদের দেশে সেটা এখনো হয়নি। আমরা হয়তো অতোটা পরিপক্ব হইনি।’
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, আইডিয়া-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।