বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: ঢাকা: আগামী ১৫ জুন দেশের ৩১ জেলার ৬১ উপজেলার ১৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার কমিশন সভা শেষে সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার প্রায় দুই ঘণ্টা পর প্রকাশ করা হয় ১৩৫ ইউপির তালিকা।
তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।
যে ছয় পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর, সিলেটের বিয়ানীবাজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর ও ঝিনাইদাহের ঝিনাইদাহ।
এদিন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।