শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

২৫ হলে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭২ বার পঠিত

বিনোদন নিউজ : আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ২৫ হলে মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। যা হতে যাচ্ছে বছরের প্রথম বড় রিলিজ।

ছবিতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। ছগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন প্রয়াত সাদেক বাচ্চু। এটি হতে যাচ্ছে তার সর্বশেষ মুক্তি পেতে যাওয়া ছবি। আরও অভিনয়ে আছেন এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদসহ অনেকে।যে সকল সিনেমা হলে চলবে ছবিটি: শ্যামলী (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), আনন্দ (ঢাকা), সেনা (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), রূপকথা (শেরপুর), সেনা (সাভার), চন্দ্রিমা (শেরপুর), নবীন (মানিকগঞ্জ), রূপকথা (পাবনা), মধুবন (বগুড়া), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), বনলতা (ফরিদপুর), সিলভার স্ক্রিণ (চট্টগ্রাম), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (মিরপুর)।ছবিটি মূলত কমেডি ও ফ্যামিলি ড্রামার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক নিজেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com