বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

৮০ লাখ ডোজ লক্ষ্যমাত্রা,প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা শুরু মঙ্গলবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০০ বার পঠিত
৮০ লাখ ডোজ লক্ষ্যমাত্রা,প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা শুরু মঙ্গলবার
ফাইল ফটো

অনলাইন নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আবারও গণটিকা ক্যাম্পেইন হবে। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর তার ৭৫তম জন্মদিন। ওই দিনই এ কার্যক্রম শুরু হবে। এদিকে, বাংলাদেশ এ পর্যন্ত বিভিন্ন সংস্থা ও দেশ থেকে ৫ কোটি ৫২ লাখ করোনা টিকা পেয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এবার ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওই দিন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত টিকা দান চলবে। আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে।

জাহিদ মালেক বলেন, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিনেই এই টিকাদান কর্মসূচি শুরু হবে। তৃণমূলে যাতে এই টিকার সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এবারো দুর্গম এলাকা, বযস্ক, ও প্রতিবন্ধীদের টিকায় অগ্ৰাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, তবে এবার অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীকে টিকা দেওয়া হবে না। ৪ হাজার ৬০০ ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায়, ৪৪৩টি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী ও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিটি পৌরসভায় একটি বুথ, প্রতি ইউনিয়নে ৩টি বুথে টিকা দেওয়া হবে।

এর আগে ৭ আগস্ট দেশব্যাপী গণটিকা ক্যাম্পেইন শুরু হয়। সেসময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম। তবে টিকার সংকটের কারণে সেই কার্যক্রম আর চালু রাখতে পারেনি সরকার। সেসময় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৫১১ ডোজ টিকা মজুত আছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন। শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৮০ হাজার টিকা।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে টিকাদানের সিংহভাগই চলছে চীনের তৈরি সিনোফার্ম দিয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com