দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরো ২১ জনের। এ পর্যন্ত দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ১৫৫। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৩৫ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।
সরকারি হিসাবে এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৮১৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠলেন।
গত এক দিনে দেশে সোয়া ২৪ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ২ দশমিক ৮৮ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ৭২ শতাংশ ছিল।