বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

৫ মাস পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে স্পিডবোট চালু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২১৮ বার পঠিত

দীর্ঘ পাচঁ মাস চার দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে বাংলাবাজার- শিমুলিয়া নৌরুটে স্পিডবোট চলাচল শুরু হয়েছে।

এর আগে গত তিন মে ভোর সোয়া ৬টা থেকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ঘাটসংলগ্ন পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাল্কহেডের সঙ্গে ধাক্কায় ২৬ প্রাণহানির ঘটনা ঘটে। এর পর থেকে প্রশাসনের হস্তক্ষেপ বন্ধ হয়ে যায় নৌযানটি।

পরে চালকের  ড্রাইভিং সনদ, স্পিডডবোটের রেজিস্ট্রেশন সনদ, সার্ভে সনদ, বোট নম্বর ও রুট পারমিট সনদ দেওয়ার পরে বৃহস্পতিবার বিকেল থেকে চালু হলো এ রুটে স্পিডবোট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুইমাস ধরে স্পিডবোট চালুর প্রক্রিয়া নিয়ে কাজ করেছে মালিক সমিতি। এর মধ্যে ইতিমধ্যে অনিবন্ধিত স্পিডবোটের নিবন্ধন দিয়েছে কর্তৃপক্ষ এবং চালকদের পরীক্ষাও নিয়েছে। উত্তীর্ণ চালকরা নৌরুটে স্পিডবোট চালানোর অনুমিত পাচ্ছে।

বাংলাবাজার স্পিডবোট মালিক সমিতির সুপার ভাইজার আনিসুর রহমান রিপন জানান, ‘বাংলাবাজার ঘাটের ৪৮টি স্পিডবোট রেজিস্ট্রেশন করা হয়েছে। এদের মধ্যে চলাচলের জন্য ২৯টি অনুমোদন পেয়েছে। যা বৃহস্পতিবার বিকেল থেকে চলাচল শুরু করছে। এ ছাড়া বাংলাবাজার ঘাটের ৫৬ স্পিডবোট চালক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছেন।

বাংলাবাজার স্পিডবোট মালিক সমিতি সূত্র জানিয়েছে, গত ১৯ আগস্ট সদরঘাটের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক কার্যালয়ের আয়োজনে শিমুলিয়ায় স্পিডবোট চালকদের পরীক্ষা নেয়া হয়। লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় ওই দিন ১৩৪ চালক উত্তীর্ণ হন। পরীক্ষায় উত্তীর্ণ চালকদের সনদও দেয়া হয়েছে। এদের মধ্যে বাংলাবাজার ঘাটের ৫৬ জন চালক সনদ পেয়েছে। এ ছাড়া অন্যান্য বোটের চলাচলের জন্য রুট পারমিট, সার্ভে সনদপ্রাপ্তির কার্যক্রম চলছে।

শিবচরের বাংলাবাজার ঘাটের স্পিডবোট মালিক সমিতির সভাপতি মো. দেলোয়ার হাওলাদার জানান, ‘অনুমোদপ্রাপ্ত স্পিডবোটগুলো বৃহস্পতিবার বিকেলে চলাচল শুরু করেছে। বাংলাবাজার ঘাটের ২৯টি বোটকে চলাচলের জন্য অনুমতি দেয়া হয়েছে। নিয়ম মেনেই সেগুলো চলবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, স্পিডবোট চলাচলের ক্ষেত্রে সব নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রশাসনেরও নজরদারি থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com