মুফদি আহমেদ : জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের ছেলেমেয়েদের জন্য ২ দিনের শিশু আনন্দমেলা শুরু হয়েছে। আজ শুক্রবার প্রথম দিনে বিভিন্ন বয়সী ছেলেমেয়ে এবং তাদের মেয়েদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিশু আনন্দমেলা উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা এবার সীমিত আকারে শিশু আনন্দমেলা শুরু করেছি। তিনি এ সময় সবার সুস্বাস্থ্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম । আরো উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ, শাহনাজ সিদ্দীকি সোমা, ভানু রঞ্জন চক্রবর্তী, রহমান মুস্তাফিজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু আনন্দমেলার আহ্বায়ক শাহনাজ বেগম পলি।
প্রথম দিনের প্রতিযোগিতায় সকালে দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড় অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। এ ছাড়া সকাল ১১টায় সদস্যদের স্ত্রীরা পিলোপাসিংয়ে অংশ নেয়। আগামীকাল শনিবার বেলা ৩টা থেকে আনন্দমেলার দ্বিতীয় দিনে সদস্যদের ছেলেমেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। এ ছাড়া সদস্যদের স্ত্রী ও মেয়েরা আলাদাভাবে (১৫-২১ বছর) লুডু প্রতিযোগিতা অংশ নেবেন। সর্বশেষ বিকাল ৬টা থেকে শুরু হবে বিচিত্রানুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।