চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে থানা হলরুমে কমিউনিটি পুলিশিং ডে -২০২১ পালিত হয়েছে। “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবার সম্প্রীতি “স্লোগান কে সামনে রেখে,শিবগঞ্জ থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফা সুলতানা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কমিউনিটি পুলিশের সদস্য সচিব আব্দুল রাজিব রাজু সহ শিবগঞ্জ থানা পুলিশের সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।