করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রমণের কারণে ভারত ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। ফলে এখন ভারত ভ্রমণে বাংলাদেশিদের ক্ষেত্রে আর অতিরিক্ত কড়াকড়ি আরোপ করা হবে না।
ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস মঙ্গলবার জানিয়েছে, ভারত ভ্রমণে অতিরিক্ত কড়াকড়ি আরোপের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশী ঘনিষ্ঠ দেশ। এই ডিসেম্বরে দুই দেশ একসঙ্গে একাধিক উৎসব উদযাপন করবে। এই সময়ে বাংলাদেশিরা ভারতে যাবেন আবার ভারতীয়রাও বাংলাদেশে আসবে। আর বাংলাদেশে এখন আর করোনা সংক্রমণ তেমন নাই। বাংলাদেশ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে অনেক আগেই। এমন সময় ভারত ওমিক্রন ভ্যারিয়েন্ট ইস্যুতে বাংলাদেশের ভ্রমণে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে জানান হয়েছে যে বাংলাদেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট নাই। আর করোনাও নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশের ওপর থেকে যেন অতিরিক্ত ভ্রমণ কড়াকড়ি আরোপ প্রত্যাহার করা হয়। বাংলাদেশের এমন আবেদনে সাড়া দিয়ে ভারত ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে।
বাংলাদেশের নাম বাদ দেওয়ায় ভারতের তালিকা অনুসারে ঝুঁকিপূর্ণ ১১ দেশ হচ্ছে, ইংল্যান্ডসহ গোটা ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। এসব দেশ থেকে ভারতে গেলে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে এবং রিপোর্ট আসার আগ পর্যন্ত বিমানবন্দর ত্যাগ করা যাবে না।
এ জাতীয় আরো খবর..