গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর)রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা সড়কের ডোবার মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত ফজের আলীর ছেলে সামির আলী(৫০)। স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ওই বৃদ্ধ ব্যক্তি মসজিদ থেকে এশার নামাজ পড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, ইশারের নামাজ পড়ে ওই ইউনিয়নের ডোবার মোড় জামি মসজিদ থেকে নাজম আদায় করে রাস্তা পারাপার হওয়ার সময় ডোবার মোড়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ধাক্কা দিলে সমির আলী সেখানে জ্ঞান হারিয়ে ফেলে।পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সে মারা যায়।