কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইএমও পরিচালিত একটি কোভিড হাসপাতাল এবং ২০-২৫টি বসত ঘর পুড়ে গেছে বলে জানা যায়।
রোববার রাত ৮ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কক্সবাজার শহর থেকে ২ টি দমকল ইউনিটসহ মোট ৬ টি ইউনিট এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে আগুনে সূত্রপাত কোন জায়গা থেকে হয়েছে সেটা জানা যায়নি।
১৪ এপিবিএন এর অধিনায়ক নাইমুল হাসান খান জানান, জাতিসংঘের একটি হাসপাতালে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে অন্তত ২০-২৫টি ঘর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। পুড়ে যাওয়া হাসপাতালে করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতেন বলে জানান তিনি।
অন্যদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে থাকার এবং খাবারে ব্যবস্থা করা হয়েছে বলে জানান রোহিঙ্গা নেতা সুলতান আহমদ।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। সেসময় ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
এ জাতীয় আরো খবর..