নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর দামকুড়া থানাধীন আসগ্রাম পাটনিপাড়া গ্রামে। নিহতের নাম সাজ্জাদ হোসেন (৬৫)। জানা গেছে,মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ ছিলেন।এ ব্যাপারে তার ভাই নগরীর দামকুড়া থানায় একটি জিডি করেন।পরে পুলিশ সন্দেহজনক ভাবে তার একমাত্র ছেলে স্বপন (৩২) কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে তার পিতাকে হত্যার কথা স্বীকার করে।দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন জানান,জিজ্ঞাসাবাদে ছেলে তার পিতাকে হত্যাকাণ্ডের লোমহর্ষক বিবরণ দিয়ে বলেন,তার মা কয়েকমাস আগে মারা গেলে পিতা দ্বিতীয় বিয়ে করার চেষ্টা চালাচ্ছিলেন।এতে ছেলে বাধা দিলেও পিতা কথা না শুনায় সম্পত্তির ভাগ কমে যাবে বলে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সে তার পিতাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।এসময় তার পিতা জেগে গেলে তার মাথায় উপুর্থপুরি লাটি দিয়ে আঘাত ও গলাকেটে হত্যার পর একাই লাশ সেফটিক ট্যাংকে ফেলে দেয়। এ ব্যাপারে নিহতের ছেলেকে একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।