অলিউল হক ডলার,নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হলেন নাচোল থানার ওসি মিন্টু রহমান। নাচোল থানা সূত্রে জানা গেছে গত ১ফেব্রুয়ারি দিবাগত রাতে রাতে নাচোল উপজেলার কেহবা গ্রামের কাঞ্চনমালার বাড়িতে সদর উপজেলার ধাইনগর এলাকার আবদুস সাত্তার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নাচোল থানা পুলিশ। পরে পুলিশ ওই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন । মৃতের ছেলে খোকন বাদী হয়ে ৪জনকে আসামী করে নাচোল থানা একটি হত্যা মামলা দায়ের করলে আজ বুধবার দুপুর বারোটায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩জন আসামিকে নাচোল থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো খেসবা গ্রামের মৃত মানিকের স্ত্রী কাঞ্চনবালা(৩৮), মানিকের মেয়ে মালঞ্চ(২৪) ও পাহাড়পুর এলাকার আনোয়ার হোসেন (৫০)। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।