বিডি ঢাকা ডট কম নিউজঃ রাজশাহীর বাগমারায় প্রধান শিক্ষক হাফিজ আল আসাদের ব্যক্তিগত গাড়ীতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই ঘটিকার দিকে দুষ্কৃতকারীরা ( ঢাকা মেট্রো খ-১৩-০২৩৩) প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
হাফিজ আল আসাদ মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর বিরহী গ্রামের মৃত মনির উদ্দীন মাষ্টারের ছেলে। সূত্রে জানা গেছে, বাড়ির শয়নকক্ষের নিকট প্রাইভেট কারটি দাঁড় করানো ছিল। গভীর রাতে হঠাৎ চটচট শব্দ শুনতে পান প্রধান শিক্ষকের কন্যা। বাবাকে জানালে হাফিজ আল আসাদ দ্রুত ঘর থেকে বের হয়ে আগুন দেখতে পান। তাঁদের ডাক চিৎকারে গ্রামবাসী ছুটে এসে পানি ডেলে আগুন নিয়ন্ত্রণ করেন।
গাড়ীর কিছু অংশ ঝলসে গেছে। গাড়ীটি স্ট্রাট হচ্ছিল না বলে জানিয়েছেন হাফিজ আল আসাদ। সংশ্লিষ্টদের না দেখিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয় বলে জানিয়েছেন হাফিজ আল আসাদ। প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ জানান, সরিষার কাটা ( বিচালী) গাড়ীর নিচে দিয়ে অাগুন দেয়া হয়। বাড়ীর অদূরে পরিত্যাক্ত অবস্থায় পেট্রোলের বোতল ফেলে যায় দুষ্কৃতকারীরা।
প্রধান শিক্ষক জানান, তাঁর মেয়ের শয়নকক্ষের নিকট হওয়ায় সরিষার কাটা পোড়ার চটচট শব্দের কারণে বিষয়টি আঁচ করা গেছে।হাফিজ আল আসাদ আরও জানান, গত ২৪ জানুয়ারি প্রভাবশালী চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জান মোহাম্মাদ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন । তার মাত্র কয়েকদিন পর এই নিষ্ঠুর, বর্বরোচিত ঘটনা ঘটানো হলো।
বিষয়টি বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ কে অবহিত করলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ।