বিনোদন নিউজ : আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে বিজয়ী চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে এফডিসিতে জায়েদ খানকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
জায়েদ খানকে শপথ পড়ানোর বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, জায়েদ আমার সাথে দেখা করে প্রথমে ওর ‘ল ফার্ম’ এর একটি কাগজ আমাকে দেখায়। আমি তখন বলেছি, তোমার ‘ল ফার্ম’ এর কাগজ দেখালে হবে না। আমাকে আদালতের সার্টিফায়েড কপি দেখাতে হবে। পরে জায়েদ আমাকে আদালতের সার্টিফায়েড কপি দেখিয়েছে। সেটি দেখে নিশ্চিত হওয়ার পর আমি ওকে শপথ পড়িয়েছি। আমি তো আদালতের নির্দেশনার বাইরে যেতে পারব না। আইনের বাইরে তো আমি কিছু করতে পারব না।”
শপথ নেওয়ার বিষয়ে জায়েদ খান বলেন, “আমি আদালতের নির্দেশনার বিষয়টি শিল্পী সমিতির নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেবকে দেখিয়েছি। তিনি পরে আমাকে শপথ পড়িয়েছেন। শপথ নেওয়ার পর আমরা শিল্পী সমিতির প্রথম সাধারণ সভায়ও অংশগ্রহণ করেছি।”
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছর মেয়াদি নির্বাচন। এই নির্বাচনে সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হলেও নিপুণের অভিযোগের প্রেক্ষিতে জায়েদ খানের প্রার্থিতা বাতিল হয়। পরে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ড। গেল ৬ ফেব্রুয়ারি নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। পরে একইদিনে নিপুণসহ বাকিদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। সেদিন মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী নাদের খান ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। পরে উচ্চ আদালতে যান জায়েদ খান। কয়েক দফা শুনানির পর গত বুধবার হাইকোর্ট রায় জায়েদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে।