প্রচারে এগিয়ে থাকলেও শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’র তুলনায় অর্ধেকেরও কম হল পেয়েছে সিয়াম আহমেদের ‘শান’। তবে এই ৩৪ হল সিনে ব্যবসার অনেকটাই নিয়ন্ত্রণ করে। এর মধ্যে রাজধানীর প্রধান প্রধান পর্দাগুলো পেয়েছে এম রাহিম পরিচালিত ‘শান’।
রাজধানীতে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার ও সনি স্কয়ার আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলী, আনন্দ ও সৈনিক ক্লাব।
রাজধানীর বাইরে সিলভার স্ক্রিন, সুগন্ধা (চট্টগ্রাম), মধুবন, মম ইন, পুর্বাশা (বগুড়া), চন্দ্রিমা (সাভার), বর্ষা (জয়দেবপুর), সিনেস্কোপ, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), শঙ্খ, লিবার্টি (খুলনা), মালঞ্চ, মাধবী (টাঙ্গাইল), ঝংকার (নরসিংদী), রূপকথা (শেরপুর), মধুমতি (কিশোরগঞ্জ), মেহেরপুর (মেহেরপুর), সঙ্গীতা (সাতক্ষীরা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), রাজমহল (চাঁপাই নবাবগঞ্জ), রাধানাথ (শ্রীমঙ্গল) ও ডায়মন্ড (ফরিদপুর)।
পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ ঈদে বাংলাদেশে মুক্তির পাশাপাশি মালয়েশিয়াতেও একযোগে মুক্তি পাচ্ছে। ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াং, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে চলবে সিনেমাটি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো সিনেমা মালয়েশিয়ায় পরিবেশন করছে। এর আগে প্রতিষ্ঠানটি ‘মিশন এক্সট্রিম’ পরিবেশন করেছে।
প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, কিছু দিনের মধ্যেই ইতালি ও অস্ট্রেলিয়াতে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। দেশের বাইরে সিনেমাটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস।
সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরি, মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে।