তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোরে পুর্ববিরোধের জের ধরে চোর সন্দেহে দুই যুবককে হাত-পা বেঁধে পাশবিক নির্যাতন করা হয়েছে। এরা হলেন মোহর গ্রামের ইসাহাক আলীর পুত্র ফিরোজ কবির (৩০) ও একই গ্রামের আমজাদ আলীর পুত্র জসিম(২৮)। তানোরের তালন্দ ইউপির দেবীপুর গ্রামে গত ১৩ ডিসেম্বর রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। পাশবিকতার শিকার দুই যুবককে তানোর পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক এখানো জ্ঞান ফেরেনি। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃস্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতার ও দৃস্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং জাতীয় মানবাধিকার কমিশনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে। জানা গেছে, গত ১৩ ডিসেম্বর রোববার দিবাগত রাতে তালন্দ ইউপির দেবীপুর মোড়ের সেলুন ব্যবসায়ী ফিরোজ কবির তার জসিমকে নিয়ে সালামপুর গ্রামে আরেক বন্ধুর বাড়ি যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ফিরে আসার সময় দেবীপুর গ্রামে পৌচ্ছামাত্র ফজর আলী, ওহাব ও হাসান মুহুরীসহ প্রায় ৬ জন তাদের মোটর বাইকের গতিরোধ করে বেধড়ক মারপিট করে। এ সময় মাহাবুর মাস্টার কথিত চুরির অভিযোগে তাদের হাত-পা বেঁধে উল্টো করে ঝোলাতে বলে। এদিকে মাস্টারের মদদ পেয়ে তারা আরো উৎসাহী হয়ে চেয়ারের উপর বসিয়ে তাদের হাত-পা বেঁধে দফায় দফায় তাদের পাশবিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে তারা সঙ্গাহীন হয়ে পড়লে তাদের স্বজনদের খবর দেয়া হয় এবং জোরপুর্বক তাদের স্বজনদের কাছে থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বিধস্ত অবস্থায় তাদের হাতে তুলে দেয়া হয়। এদিকে ওই রাতেই তাদের তানোর উপজেলা হাসপাতালে হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের আটকের চেস্টা চলছে