বিডি ঢাকা অনলাইন ডেস্ক
গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য কতৃক বনবিভাগের অর্জুনগাছ কেটে ফেলেছে মেম্বার । ইউনিয়নের বোয়ালিয়া মৌজার মানিকচক এলাকায় এই গাছ কেটেছে বলে বনবিভাগের সভাপতি রবিউল ইসলাম অভিযোগ করেন। গত বুধবার থেকে গাছ কাটছে আবুল কালাম মেম্বার ও তার লোক মুনিরুল, সাইদুর, মিষ্টারুল মিলে গাছ কেটে টিলারে করে চৌডালার সমিলে নিয়ে যাওয়ার পথে জানাজানি হলে পথিমধ্যে ফিরিয়ে নিয়ে এসে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়ে বনবিভাগ ঘটনাস্থল তদন্ত করে কতৃপক্ষ কে অবহিত করেছে। এ বিষয়ে মেম্বার জানান গাছ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। গাছ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না।
এদিকে সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান লালু বলেন বনবিভাগ আমার আমলে সমিতির মাধ্যমে গাছ লাগানো হয়। কিন্তু কি কারণে গাছ কাটছে মেম্বার তারা ভালো জনে।উপজেলা বনবিভাগ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব গোমস্তাপুর সেরাজুল জানান
গাছ গুলো ঝড়ে পড়া কারা কেটেছে জানা যায়নি গাছ আমাদের হেফাজতে আছে সমিতির সভাপতি কে বুঝিয়ে দেওয়া হবে।